কবিতা – রূপের খোঁজে

লাবিব মাহফুজ

রামধনুর সাত রঙ মেখে চোখে
আবার যেদিন খুঁজিবো তোমাকে
মোর নয়ন দিশা বারবার যেনো
আঁখিবে ঐ রূপ পলকে পলকে।

হারাইবো না কভূ অতীত স্মৃতি
ভুলিবোনা এ বিরহ, এ মায়া প্রীতি
তবু চির স্রোতময় মোর অনিঃশেষ চাওয়া
তোমারই তরে সঁপি জীবন আরতি।

জানি মোর বদ্ধ নয়ন, কুন্ঠিত প্রাণ
জানি মোর অতৃপ্ত সাধ, অপূর্ণ স্বপন,
সূদুর অতীত থেকে ফিরাইবে মোরে
আবার সাজিবে তোমার কনক কানন।

মেটে কি সাধ বলো তোমায় হেরিয়া
শত শত জনম ঐ আঁখি সুধা পিয়া,
তোমার পরশ পরম সুবাস পেয়েছিল যবে প্রাণ
মরমে সেদিন পরম দিশা উঠেছিল বাজিয়া।

জেনেছি আজ সে রং মেখে মোর নয়ন তারায়
খুঁজেছি তোমারে চারধারে মোর, খুঁজেছি পরিচয়।
স্বরূপ মাঝে রূপের ভেলা, অরূপেতে রূপের খেলা
রূপ রূপময় অনন্ত রূপে, রং মাখিলা গায়।

তোমার রূপেই রূপ নেহারী, আমিও তো রং তোমারী
রূপ সাগরে অরূপ যেথা, সেথাই খোঁজার হয় অভিনয়।

রচনাকাল – 05/04/2018

আপন খবর