আপন ফাউন্ডেশন

সংগীত – অফুরাণ ঐশ্বর্য তোমার

Date:

Share post:

লাবিব মাহফুজ

অফুরান ঐশ্বর্য তোমার!
চাহি না হে নাথ! দিও ততটুকু
যতটুকু ধরে করপুটে মোর!

না চাহি প্রেম! মিলন মধুর!
মাটির মদিরে দিও, আবেশ দুঃখের!
না দিও পরম প্রশান্তি প্রাণে
চিরকাল রাখিও যাতনা বিধুর!
অনন্ত শান্তি তোমার! চাহি না আমি
বিরহে সাধিও চিত্ত আমার!

নাচাহি চাঁদেরে আমি জোছনা না চাই
বাতায়নে মাটির দীপ-দেউল সাজাই!
প্রভূ! না করিও কৃপা মোরে – দয়াভার
না দিও প্রাণেতে মোর, মুক্তি অপার!
চিরকাল সুখ-দায়! চাহি না আমি
বঞ্চিত করিও মোরে বারবার!

রচনাকাল – 21/09/2021

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles