লাবিব মাহফুজ
মম সম্মুখে দাড়াও এসে
ত্রিভঙ্গে হে শ্যাম
তব অধরে মুরলী প্রিয়
বাজাও অবিরাম।
তোমায় দেখিবো পরাণ ভরে
অপলক প্রিয়
মোর তৃষিত আঁখিতে তব
রূপ সুধা দিও।
তব পরশণে আনো প্রাণে
প্রেমের উর্মিমালা
আমারে রাখিও সদা তব
প্রেমেতে উতলা।
হে শ্যাম তব প্রেমোবাণ সদা
হানো মোর প্রাণে
নিত্য রহিও জাগি আমার
সুরে, ছন্দে, গানে।
রচনাকাল – 18/10/2017