আপন ফাউন্ডেশন

Tag: মানব ধর্ম

বাণী – অতিজাগতিক পরমময়তা

আল্লাহর গুণের পরিপূর্ণ প্রকাশ একমাত্র এই মানুষে। তাই মানুষ বাদে বাকী সকলই খন্ডিত চেতনায় আবদ্ধ। একমাত্র পূজনীয় এই মানব রূপ।

প্রবন্ধ – মানবতা মানব ধর্ম

মানুষের তরে যতগুলো বিধান ক্রিয়াশীল থাকবে তার অভ্যান্তরীন দর্শন-কেই আমি বলবো ধর্ম তথা মানবতা মানব ধর্ম। যার হবে মানুষের জন্য কল্যাণকর।

প্রবন্ধ – ধর্ম ও ধর্মবিশ্বাস এর তালিকা (বিশ্বের বিভিন্ন ধর্ম)

মানুষের জীবন নির্দেশনাই ধর্ম। মানুষের শুদ্ধতার জন্য জ্ঞানীগণ প্রবর্তন করেছেন ধর্ম ও ধর্মবিশ্বাস। জগতে এমন মানুষও প্রচুর, যারা কোনো ধর্মবিধান পালন করে না।

প্রবন্ধ – কায়মনে তুই মানুষ হ’

মানুষতত্ত্বেই নিহিত প্রকৃত সত্য। মানুষ, মানুষ হয়ে উদ্ঘাটন করে সেই মহাসত্যের দ্বার। যাকে বলা হয় ‘ফাতিহাতুল কিতাব’। কামনা বাসনা বিবর্জিত মোহমুক্ত চরম নিরপেক্ষ একজন শুদ্ধ ও পবিত্র মানুষই হলো মহান আল্লাহর হাকিকত।

প্রবন্ধ – প্রভুগুণে গুণান্বিত হলেই লাভ হবে চির মুক্তি

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ শ্রেষ্ঠত্ব এসেছে তার মেধা, গঠন ও সুরত শৈলীর কল্যাণে। সে সৃষ্টিকে এমন করে সৃজন করে কুল আলমকে করেছে সুশৃঙ্খল, প্রাধান্য পেয়েছে প্রভুত্বের। মহান আল্লাহ পাক এই মানুষের মননে ছাবেত হয়ে তার প্রশংসার সবটুকু কুড়িয়ে নিয়েছেন।

১/৩ আধ্যাত্মিকতা’র বিকশিত পথ সুফিবাদ

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এ শ্রেষ্ঠত্ব এসেছে তার মেধা, গঠন ও সুরত শৈলীর কল্যাণে। সে সৃষ্টিকে এমন করে সৃজন করে কুল আলমকে করেছে সুশৃঙ্খল, প্রাধান্য পেয়েছে প্রভুত্বের। মহান আল্লাহ পাক এই মানুষের মননে ছাবেত হয়ে তার প্রশংসার সবটুকু কুড়িয়ে নিয়েছেন।

১/৩ দ্বীনে মুহাম্মদী ও আহলে বাইয়্যেত ০২

কোরান বিশ্বাস করা ফরজ, আহলে বাইয়্যেতকে বিশ্বাস করাও ফরজ। কোরান বিশ্বাস করলো আহলে বাইয়্যেত বিশ্বাস করলো না, তারা কুফরী করলো। আমাদের অধিকাংশ আলেম সমাজ এই কুফরীতেই লিপ্ত আছে। ইহাই তাদের অন্ধত্বের পরিচয়, মূর্খতার পরিচয়।

১/৩ দ্বীনে মুহাম্মদী ও আহলে বাইয়্যেত ০১

দ্বীনে মুহাম্মদী ও আহলে বাইয়্যেত অবিচ্ছিন্নভাবে আছে। আহলে বাইয়্যেতের মাধ্যম ছাড়া দ্বীনে মুহাম্মদী প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আর দ্বীনে মুহাম্মদী কায়েম না হলে মানব সুরত ভেঙ্গে জাহান্নামী সুরত নিয়ে দোযখে বাস করতে হবে।