লাবিব মাহফুজ
পাজর ভাঙ্গা বৃদ্ধ নও, তরুণ তুমি ওগো
মুক্ত কালের মন্ত্রনাতেই, আজকে তুমি জাগো।
শাশ্বত, জাগ্রত তুমি, স্বাধীন জ্যোতির্ময়
নন্দিত অলিন্দে তুমি যাইবে নিশ্চয়।
দুরন্ত অবিশ্রান্ত তুমি শৃঙ্খল বাধাহীন
তোমার পানেই চাহিয়া আছি আমরা যত দীন।
চিরন্তন মুক্ত শক্তি তরুণ যাত্রী দল
স্বাধীন ওই বুলন্দ পানে, চলরে আগে চল।
অগ্নি-কুন্ড, দুঃখ কষ্ট, কাটা পাথর যত
পরোওয়া তো নেই তরুণের কল্যাণ মন্ত্রে মাতো।
একদিন দেখবেই তরুণ তুমি সত্যের সিংহদ্বার
জয় হোক, জয় হোক, তরুণও যাত্রীর।
রচনাকাল – 12/10/2012