লাবিব মাহফুজ
দুঃখে ছাওয়া ভব মাঝে, পাব নাকি সুখের ঠাঁই
পাষাণ বন্ধুর লিখন বুঝি কপালে সুখ নাই।
সুখের আশায় যন্ত্রনাময়, ভব সাগর ছেড়ে
চেয়ে আছি চাতক সম মেঘ বারি তরে।
তোর মনে না হলে দয়া, কোন কূলে যাইয়া দাড়াই।
সকল ছেড়ে চেয়ে আছি তোর প্রেমের আশায়
গলে লইয়া প্রেমও ফাঁসি, তোর প্রেমেরও দায়।
আঘাত দিলে তুই এমনে কার কাছেতে শান্তি পাই।
এই জিবনে সইলাম কতো প্রেম কলঙ্ক জ্বালা
শেষ ভরসা তুই যে আমার, বন্ধু চিকন কালা।
জনম দুঃখী লাবিব কান্দে চরণ পরশ যদি পাই।
রচনাকাল – 12/07/2014