আপন ফাউন্ডেশন

অনুকাব্য – তুমিতো প্রেমিক প্রতিটি প্রাণের

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
অগনিত প্রাণের মৃত্যুর মাঝে
ভাসিছে তোমার জীবন,
প্রাণের আহার জোগাইছে প্রাণ
প্রাণের মুরতী ভূবন।

2.
জীবনের প্রতি অনুক্ষণ, আজো বহমান
হাজারো প্রাণের একান্ত প্রণয়ে,
মুহুর্তের গতি, হচ্ছে বিস্তৃতি
প্রেমিক প্রাণের আপনত্ব বিলয়ে।

3.
তুমিতো প্রেমিক প্রতিটি প্রাণের
প্রতি জীবনের একান্ত আপন,
তোমার তরে প্রতি অনু পরমানু
স্বেচ্ছায় ত্যাজিছে আপন বাঁধন।

4.
প্রকাশিলে আপনারে অনন্ত রূপে
অবিভাজ্য তোমার একান্ত বলয়,
বাধিলে তোমারে প্রতি জীবন শাখায়
সকল রূপেতে তাই তোমারি আশ্রয়।

5.
অনঙ্গ তুমি আজ উলঙ্গ ধরায়
তোমার স্বরূপ প্রকাশিতে,
অশান্ত তুমি আজ তোমার মায়ায়
প্রতিজনে, প্রতিক্ষনে, সদা ধরা দিতে।

6.
হৃদয় মাঝে যেদিন জাগ্রত হলে তুমি
সেদিন আমি ফিরে পেলাম নিজেকে,
হৃদয় মাঝে যেদিন অটলিত হলে তুমি
সেদিন আমি পুরোপুরি হারালাম নিজেকে।

7.
নিখিল মাঝে সর্বজয়ী পরম সত্ত্বা সেইতো হয়
প্রভূত্ব যার উর্ধ্বদেশে, আত্মজয়ে চৈতন্যময়।

8.
আমিত্ব যার অখন্ডময়, পরম ধামে রয় স্থিত
সেই মানবে দিব্যজ্যোতি, নিত্যালোকে প্রতিষ্ঠিত।

9.
ধরনীর প্রতি পলে পলে
অনন্ত সাধ মোর, অশ্রান্ত সাধনা
তোমারে বাধিবারে, আমার মর্মমূলে।
রাখিতে তোমারে প্রতিক্ষন, প্রতি ধ্যানে
আমার আকুল হৃদয় কমলে।

10.
আজ হরষে মোর প্রাণের দুয়ার
খুলিল হঠাৎ করে,
কোন জন্মের মোর হৃদয় অনুরাগ
আসিল এ পথ ধরে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

দেহতরী

Related articles