প্রবন্ধ – রাসুল তত্ত্ব – প্রতিটি ধর্মজ্ঞানীই এক একজন রাসুল

লেখক – লাবিব মাহফুজ চিশতী

১.
মনে রাখবেন, প্রতিটি ধর্মজ্ঞানীই এক একজন রাসুল। সে যে দেশের, যে সম্প্রদায়েরই হোক না কেনো। রেসালাত প্রক্রিয়ায় খতম বা শেষ বলে কিছু নাই। এটা চলমান প্রক্রিয়া। রাসুল হতেই জগতের সকল পথহারা মানুষ পথ পাচ্ছে। সিরাতুল মুস্তাকিম এর সন্ধান পাচ্ছে।
২.
শুধু আমিই আর আমার ধর্মটাই সত্য, এই মতিভ্রম থেকে বের হয়ে আসতে হবে। অসংখ্য অগনিত রাসুলদের মধ্যে যদি কারো থেকে কারো ছোট বড় কর, তাহলে কোরান মানা হবে না।
আর রাসুল শুধু মধ্যপ্রাচ্যেই জন্মাবে, আর সব ফাঁকা, এটাও কোরান বিরোধী কথা।
৩.
রেসালাত বহনকারী সত্ত্বাটিই রাসুল। রেসালাত বা প্রভুর বার্তা বা প্রভূর কালাম প্রতিটি পবিত্র মুক্ত সত্ত্বার মধ্যেই প্রকাশিত হয়। সে পবিত্র মানুষটিই তখন হয়ে ওঠে পথপ্রদর্শক। সে আর কোনো দেশ কালের সীমার মধ্যে আবদ্ধ থাকে না। সে সকলের হয়ে ওঠে। তার মুখে তখন বিশ্ব-পালক প্রভুই কথা বলেন। তার সীমায় ভেসে ওঠে অসীমের আলোক মূর্ছনা। তার আত্মার বিকশিত হয় বিশ্ব আত্মা। সে রাসুল শক্তিটিই সকল জ্ঞানের উৎস।
জগতের সকল পবিত্রাত্মা জ্ঞানী মানুষগণই এক একজন রাসুল। তারা প্রত্যেকেই পতিত মানব জাতির মুক্তির কান্ডারী। সকল রাসুলগণের প্রতি সমান বিশ্বাস রাখা কোরাণের আদেশ। বিশ্বাসে বিন্দুমাত্রও তফাত করা যাবে না। তেমনি তফাত করা যাবে আল্লাহ ও তাঁর রাসুলগনের মধ্যে। আল্লাহর ই মূর্ত রূপ তারা।
প্রতিটি সত্যান্বেষীই তার কাঙ্খিত রাসুল কে লাভ করুক। সত্য পথ প্রাপ্ত হোক।

রচনাকাল – 14/07/2020
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর