লাবিব মাহফুজ
এতো বন্ধনের বহ্নিবান!
বাঁধিছে আমায় আষ্টেপৃষ্ঠে, নিদারুণ, পাষাণ!
জগত! আলোতে – আধারে আমায়
বেঁধেছে বাঁধনে, বিরহে – মায়ায়!
নাহি আছে পথ! নিরুপায় নিতান্ত অক্ষম প্রাণ!
বাধিত আমি, খুঁজিতেছি, সদা মুক্তিপণ!
জানি, এ বাঁধন হতে, লভিব মুক্তি পাইবো মুক্তি-দ্বার –
অন্তর যেদিন অন্তর সাথে মিলিবে পূণর্বার!
হিয়ায়-হিয়ার রচিবো আমি নূতন জগত খানি –
সুখ-দুঃখে গড়া হৃদয় কানন হতে অশ্রু-পুষ্প আনি!
রচনাকাল – 28/02/2020