লেখক – লাবিব মাহফুজ চিশতী
বস্তুতত্ত্বের হাকিকত জ্ঞান ও সদা প্রবর্ধমান গুণজাগতিক ব্যাপ্তিকে সহজে প্রকাশ করার এক অসামান্য কৃতিত্ব গরীবে নেওয়াজ (র) এর। কখনো লা ইলাহা ইল্লাল্লাহ তে, কখনো হাতের মুঠোয় আবদ্ধ ধুলিরাশিতে বা কখনো আনা সাগরে কাঠের লোটায়… জিবনব্যাপী তিনি বিলিয়েছেন রহস্যসমুদ্রমন্থিত মণি-মুক্তা। আমাদেরকে দিয়েছেন হোসাইনী দর্পন, শিখিয়েছেন আলীত্ব শক্তির উদ্বোধনী মহামন্ত্র। চিশতীয়ার পবিত্র ভৃঙ্গারে এনেছেন দ্বীনে মোহাম্মদীর শারাবান তাহুরা।
আমাদের সাজদা গ্রহণ করুন – মহাপ্রভু! হে মাওলা!
রচনাকাল – 14/04/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী