সংগীত – মুহাম্মদ কে না চিনিলে

লাবিব মাহফুজ

মুহাম্মদ কে না চিনিলে
ইসলাম মানা হবে না,
চিনে নাও সে শাশ্বত রূপ
মুহাম্মদী নিশানা।

মহাম্মদ রয় জগৎ জোড়া, চিরন্তন অখন্ড ধারা
এ ভেদ জানলো যারা মুমিন তারা, পেয়ে নবীর ঠিকানা।

মুহাম্মদী নূর তাজেল্লা, বেলায়েতে অলী আল্লাহ
মুর্শিদ রূপে রাসুল আল্লাহ, পুরায় ভক্তের বাসনা।

অধীন লাবিব মুর্শিদ পানে, চেয়ে আছে ব্যাকুল নয়নে
মুর্শিদ সাঁই আছে গোপনে, আছে রাসুল রূপে রাব্বানা।

রচনাকাল – 20/07/2019

আপন খবর