দাউদ আহমেদ চিশতি
আপন খবর প্রকাশিতে প্রভুর হলো অভিলাষ
আপন খবর আপনি জেনে, ফুকেন আপন নভঃশ্বাস।
আপন খবর স্বীকৃতি দেয় দান করে আপন দম
আপন খবর জানতে হলে, হুশ রাখিও দম কদম।
আপন খবর জানলো প্রভু মান আরাফায় করে ধ্যান
আপন খবর আপনি জেনে, হারায় প্রভু নাছুত জ্ঞান।
আপন খবর লা ইলাহা বস্তুবাদী এই অজুদ
আপন খবর ইল্লাল্লাহ, লা ইলাহাতেই রয় মজুদ।
আপন খবর পাঠায় প্রভু, বারো হরফ জাত সিফাত
আপন খবর জানলো যেজন, জাতে মিশে হয় ওফাত।