অনুবাদ – লাবিব মাহফুজ
বন্ধু! জিবৎকালেই পরমের প্রত্যাশা করো
যতদিন দেহে আছে প্রাণ! জেনে নাও, বুঝে নাও
মুক্তিকে ত্বরান্বিত করো, জিবনেই!
জিবনে যদি বন্ধন না ঘোঁচে –
মৃত্যুতে মুক্তির কি আশা!
এখানেই, জিবনেই, পরমপ্রাপ্ত হতে হবে তোমাকে
তোমার অঙ্গ মিলিত হবে পরমাত্মার সঙ্গে
দেহের উর্দ্ধে! আর যদি না পাও তাকে
নিরন্তর বঞ্চিত এক প্রাণ! বাস হবে তোমার
মৃত্যুর শহরে।
স্নাত হও প্রভুর মিলন মহিমায়।
স্নান করো সত্যে –
জেনে নাও তোমার গুরুকে এবং
করো বিশ্বাস স্থাপন।
কবির বলে, গুরু হল পথের কান্ডারী এবং
আমি তার দাসানুদাস।