কবিতা – অনুভব

লাবিব মাহফুজ

সুখের বাসরে আমি চাইনা তোমায়
তোমারে চাই মোর অশ্রু আঁখীনীড়ে,
হাসি দিয়ে তোমায় বাধিবো না কভূ
কাঁদিবো লুটায়ে তব পথের ধারে।

তোমার চরণ ধোয়াবো আমার
চোখের জলে,
তোমায় দেখিবো নিশিথে ব্যাথার
পিদিম জ্বেলে।

তোমারে ভালোবাসিবো” – ক্ষণিক সুখে নয়,
বেদনা ভরা চিত্তের নিত্য অনুভবে, ‘চিরকালে’।

রচনাকাল – 18/10/2017

আপন খবর