লাবিব মাহফুজ
যমুনা পুলিনে
দেখো তমাল ছায়ে বসি –
ঐ যে দূরে মধূর সুরে
বাজায় শ্যামে বাঁশি।
বাঁশিতে মোর নামটি ধরে
ডাকে আমায় আকুল সুরে
আর যে রইতে নারি ঘরে
হইলাম কূলনাশী!
সপ্তছিদ্র বংশী ধ্বনি
যে শুনেছে দিনরজনী
হইছে ধরায় কলংঙ্কীনি
গলে প্রেমো ফাঁসি!
লাবিবের হইলো জ্বালা
ডাকে নিতি বংশীওয়ালা
প্রাণে আটা ভবের তালা
না হই চরণদাসী!
রচনাকাল – ১৩/০৩/২০২৩