কবিতা – বন্ধু

লাবিব মাহফুজ

সবি হেথা শত্রু যে মোর, প্রণয় চিত্ত
চায়না কেহ – তপস্যা শুধু বাঁধিতে এ প্রাণ,
রুদ্ধ কুটির কবর মাঝে, অন্তহীন সে অনলে
ঈর্ষা তরে আজব মোরে, চায় অনন্ত বাধন।

অসম বিক্ষুব্ধ এ হৃদয় মাঝে
অনন্তের পথে বাজিছে সদা চির ব্যাথিত মরম তান,
মোরে ফেলে একেলা এ কাটা পথে ধারে
সকলে করেছে হেথা নির্ভয় পলায়ন।

সকলে রুদ্ধ করিল দুয়ার আজি ঘৃণায়
শুনিলনা কে ব্যার্থ পরাণের আর্ত হাহাকার,
শুধু বন্ধু তুমি, কূল দিলে মোরে সে অকূলে
শুধু তব দ্বার ডাকিছে বন্ধু, এই তোর পারাবার।

পাইতে মুক্তি! বন্ধন ছেড়ে শত্রু
ত্যাজি! আজি তোর বুকে স্বর্গের সোপান,
দেখিলাম সকল বসুধা অনলে অবিরাম
ফিরদাউস অবধি সকলি সুখ, তোর বুকে বহমান।

হে বন্ধু! হৃদ মাঝারে তব করিলাম
নির্ভয়ে নীড় বাঁধিলাম যতনে, মোর স্বপ্নালোক
অতীতের বুকে আর ভবিষ্যতের চোখে
প্রেমের দায় লইয়া শিরে, চাহিলাম অপলক!

বন্ধু তুমি মোর এ পরাণে
তব নিঃশ্বাসে বাঁচে এ দেহ, এ টুকু প্রেমের দায়,
বইছি আমি বিষাদ পাথার, ছাড়ায়েছে বুঝি প্রাণ
এ তোর দান, শুধু তোরি প্রেম, অনন্ত প্রেমময়।

হৃদ মাঝারে বাঁশি বাজে তব সুরে
বন্ধু! ত্রাণকর্তা মোর, অনন্ত প্রেম করে দান,
প্রেমিক মোরে করিয়াছো বুঝি এ ধরায়
তাইতো আমি বারে বারে ডাকি, এ জীবনের প্রাণ!
হে বন্ধু! প্রিয়! থেকে অনন্তে অম্লান!

রচনাকাল – 20/05/2016

আপন খবর