লাবিব মাহফুজ
প্রেম নদীর তামাসারে মন
বুঝবি কি করে?
যে প্রেমে সাই পরোয়ার
নূর কে বিভাজন করে!
আপনারে আপনি ডাকে
জগৎ সাঁই বলে তাকে
নিকটেই পাবে আমাকে
দেখ সাধন পথ ধরে।
এস্ক নদীতে এস্কের ভেলা
আপনিই ভেলার মাঝি মাল্লা
প্রেম দরিয়ায় উজান পাল্লা
আশেক মাশুক প্রেমে রে।
আপন এস্কে আপনি ডুবে
আপনারে আপনি ভাবে
যে ভাবে তন্ময় অভাবে
অধম লাবিব হয় না কবুল দরবারে।
রচনাকাল – 09/09/2014