প্রবন্ধ – ছুটে চলো আপন হৃদয় তীর্থের পানে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
ছুটে চলো আপন হৃদয় তীর্থের পানে! সকল তুচ্ছ করে, নিবিড় মানসিক একাগ্রতায় খুঁজে বের করো তোমার হৃদয় তীর্থের দ্বার! সকল তীর্থের নির্মাতা তো তুমিই! যদি হৃদয়ে থাকে তব প্রভু প্রেম। তুমিই তো ভগবানের স্রষ্টা, তব হৃদয় যদি হয় ভক্তির দ্বারা নির্মিত!
Labib Mahfuj, ভক্তি দিয়ে সর্বাঙ্গ গঠন করো নিজের। হয়ে যাও নিখাদ ভক্ত। শুধুই ভক্ত। যেখানেই পড়বে তোমার পদধূলি, সেখানেই জন্ম নিবে এক একটি কাবা, এক একটি বৃন্দাবন।
ভগবান! সে তো তোমারই ভক্তিরসে সিক্ত মহাপ্রেমভাব মাত্র। তোমার ভক্তিই তাকে প্রতিষ্ঠিত করবে ভগবান রূপে।
তোমার তীর্থে করো তোমার ভগবানের পূজা। জয় হোক ভক্তির।

2.
শব্দের অনুসন্ধান বাদ দাও। হৃদয়ের জানালা খুলে দাও এবং তোমার অন্তরাত্মাকে বের হয়ে উড়তে দাও।
Jalal-Ad-Din-Rumi R.
Labib Mahfuj, যে যেমন ই জানুক বা যেমন ই বলুক, আমি তো জানি তুমি কেমন! বিন্দুমাত্রও বিচলিত হয় না, পূর্ণতর বিশ্বাস এবং ভরসা রাখো আপনত্বে।
ভুলেও কষ্ট পেয়ে না Labib. জেনে রেখো, যাই হোক না কেনো সবই তোমার প্রতি পরমতম ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসাকে বোঝার চেষ্টা করো। আর কতকাল মূর্খ থাকবে?
সবাই তোমাকে ভালোবাসে। তুমি শুধু সকলের ভালোবাসাকে ধারণ করার জন্য যোগ্যতা অর্জন করো।
সবসময় ভালো থাকো Labib Mahfuj…

3.
বলো, লাবিব অন্ধবিশ্বাসী! আমার আর কেনো প্রয়োজন থাকবে কোনো প্রমাণের, কোনো বিশ্বাসের? কেনো আমাকে নিয়ত পরিবর্তিত করবে নব নব বিশ্বাস? আমি এখন তো আমার একমাত্র বিশ্বাসে অন্ধবিশ্বাসী।
আমি তোমাকে ভালোবাসি, অন্ধের মতো।
তুমিতো আমার। দয়াল গো,প্রভূ, আমার এ অন্ধবিশ্বাসকে তুমি চিরকাল অপরিবর্তিত ও সমুন্নত রেখো।
অজ্ঞতা কেটে আজ আমি অন্ধ হয়েছি উন্মত্ততায়! দয়াময়, অটল রেখো আমার এ উন্মত্ততাকে!

4.
যিনি দয়াল, তিনি সর্বক্ষেত্রেই দয়াময়। তিনিতো সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সর্ববিষয়ে সম্যক অবগত। তোমার সক্ষমতা, অক্ষমতা দুটোই তিনি পূর্ণরূপে জানেন।
Labib Mahfuj, আর কত প্রশ্রয় দিবে নিজের অজ্ঞানতাকে? তিনিতো দয়াময়। মহাসমুদ্রের মাঝে উল্টো কলসী হয়ে ডুবে থেকে কি লাভ? করুণাবারি তো পাবে না। মেলে ধরো নিজেকে। ডুবে যাও দয়ার অনন্ত দরিয়ায়।
Labib Mahfuj, তুমি শুধু সমর্পিত হতে শিখো পূর্ণ প্রেম ও ভক্তি সহযোগে। তুমি তো জানো, তিনি করুণানিধি। পার করে নেবেন।
Labib Mahfuj, চরণের ধূলি হয়ে যাও, স্বয়ং গোলোকাধিপতি তোমাকে ভালোবাসবেন।

রচনাকাল – 19/09/2018
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর