লাবিব মাহফুজ
চাহি শুধু তোমারে, মোর প্রেমোডোরে
সকল হারা করে, আমারে, তোমার করে নাও –
তব প্রেমো সুধা বানে প্রভু, আমারে ভাসাও।
তুমিইতো বলেছো ভিখারীকে
না ফিরাতে কভু –
আমি ভিখারী হয়ে আজ,
তব দ্বারে দন্ডায়মান প্রভু!
দাও শুদ্ধভক্তি,অনুরাগ আনতি
মহাপ্রেম ধারা দাও –
তব নামসুরে, আঁখিনীড়ে
আমারে ভাসাও।
রচনাকাল – 20/12/2017