আপন ফাউন্ডেশন

সংগীত – ঐযে নূহের তরী ভাসেরে

Date:

Share post:

লাবিব মাহফুজ

ঐযে নূহের তরী ভাসেরে
অকূলও সাগরে!
ভক্তি ডুরি বেন্ধে প্রাণে
আয়কে যাবি ওপারে!

পঞ্চজনায় মিলে একটি বানাইলো তরী
চৌদিকে তার রূপের বেড়া, সাততলা কুঠুরী!
জোড়ায় জোড়ায় দিচ্ছে পাড়ি, মাঝি হুঁশিয়ারে!

পঞ্চ রূপের সমাহারে এই দেহের গঠন
মাঝি হয়া বইসা আছে আপে নিরাঞ্জন!
রিপুরস করো বিসর্জন, যাতে মুর্শিদ প্রাণ উদ্ধারে!

পারের তরী বান্ধা আছে পাঞ্জাতনের ঘাটে
করে রূপের ধ্যানে স্বরূপ সাধন, যাবিরে শ্রীপাটে!
লাবিব আছে চিত্রপটে, মুর্শিদ রূপের নিহারে!

রচনাকাল – ১৪/০৩/২০২৩

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles