ফকীর আতিকুর রহমান চিশতী
রুহুল আযমের দীদার, মনরে আমার, করবি যদি কর সমাচার
রূপের মাঝে অধর লুকায়।
আম্মারার রুহু হায়ান, পশুর সমান, মারছে ইনছান
অবিচারে রাজ্য হারায় –
জামাদাত নাবাদাত তামাম, অহি এলহাম বন্ধ সেথায়
জুলমাতে রবি ডুবে যায়।
আছে সে বিশ্বজুড়ে, পাবি না রে, অসীম রূপে বিরাজ করে
লা সানী হয় সেই দয়াময় –
ইনসানী বরযোখ ধরে, খুঁজলে তাঁরে, আপন ঘরে
আরেফেলে নূর জহুর হয়।
ডেকে কয় শাই কিবরিয়া, দেল গেছে যার আরশ হইয়া
স্বরুপে তাঁর রূপটি দেখায় –
আতিক তুই হেলা করে, কবর ঘরে থাকিস না রে
জান্নাতি মাকান দেখা যায়।