লাবিব মাহফুজ
যারে দেখবো বলে হইলাম আকুল
ফেললাম এতো নয়ন জল –
সে নয়ন যদি মেলতাম একবার
দেখতাম হৃদয়ে তার লীলার ছল।
সে যে মহা প্রেমিক প্রেমের লোভে, সাজায় মধুর বৃন্দাবন
সে বৃন্দাবনে সদা রহে, গোপী সনে আলিঙ্গন।
হৃদয়ের জঞ্জাল দিলে বলি,
সেই দেখতে পায় কৃষ্ণকলি
তার হৃদয় বনে বাজায় বাঁশি প্রেম ঠাকুর গোঠের রাখাল।
তোমার আত্মার মধ্যে ভ্রান্ত আচার তারে আগে করো নাশ
হৃদয় জলে পুষ্প সম, তাতেই প্রভূর হয় বিকাশ।
অধম লাবিব বলে প্রেমিক যেজন,
সদা প্রেমও ভাবে রহে মগন
তার ভাব সলীলের স্রোতের ধারে পরম প্রভূ রয় অনুকূল।
রচনাকাল – 10/08/2020