হযরত খাজা ইয়ার আলম চিশতী নিজামী
চাও যদি মানুষে
ভক্তি রসের বাদাম দিয়া, যাওনা সরল দেশে।
মনা ভাই, সেই না দেশে যেতে যদি, মনে বাঞ্ছা করো
অনুরাগের বিষ খাইয়া, বাইচা যাইচা মরা মরো।
সেই না দেশের মানুষরে ভাই, মরা ভালোবাসে
জিন্দা মানুষ গেলে ধৈরা খায় মরা মানুষে।
মনা ভাই, ত্রিবেণীরও উজান বাকে, রাগ দেখা যায় পানি
ঘুর্ণিপাকে পইলে নৌকা, করবে টানাটানি।
নিরিখ বেন্ধে ধইরো শলা, সেই মানুষের আশে
তোর প্রেমের নৌকা টেনে নিবে, অনুরাগ বাতাসে।
মনা ভাই, সরল দেশের সরল মানুষ, সরল বেচাকেনা
গরল জিনিস সেই হাটেতে, কভূও বিকায় না।
মন মানুষ পবনে তথা ওজন করে বৈশে
তোলামাপা কম পড়িলে নেয় কিনা বাতাসে।
মনা ভাই, গুরুবস্তু কবচ কৈরে, সঙ্গে যদি রাখো
ঝড় তুফানের থাকবে না ভয়, সদায় মনে রেখ।
ইয়ার আলম সেই ভয়েতে, নয়ন জলে ভাসে
হালচালা সব ছেড়ে দিছে, নেয় কিনা বাতাসে।