পত্রিকা – প্রিয় মোহাম্মদ (সাঃ)

আব্দুর রাজ্জাক বিশ্বাস

তোমার আগমনে প্রিয় নবি, নৃত্যে দোলে ধরনী
আলোকিত হলো সৃষ্টিকূল, সৌরভ পুষ্প মঞ্জুরী।

আবির রাঙা হাসে উষা, মরু বক্ষে লাবনী,
চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, সজীব হলো অবনী।

তুমি আনলে কালিমার দাওয়াত, মানব মুক্তির পথ,
আল্লাহ ছাড়া নাই প্রভু, তুমি শিখালে একত্ববাদ।

শোনালে তুমি সাম্যের বাণী, নাই মানুষের ভেদাভেদ,
বিশ্বে ছড়ালে ধর্মের বারতা, আল্লাহ-রাসুল অভেদ।

হে মরুচারী মানব কান্ডারী, আমরা তোমার উম্মত,
ধন্য মোরা তোমায় পেয়ে, হে প্রিয় মোহাম্মদ।

আপন খবর