লাবিব মাহফুজ
আফতাবে জাহান, মঈনুল হক দ্বীন
সাহেবে আসরার তুমি খাজাজী আমার
কবুল করো মোরে, দরবারে তোমার।
চিশতীয়ারও ইমাম তুমি লাদূন্নীর ভান্ডার
হলে আজমীরেতে উদয় সূর্য দ্বীনে সরোয়ার।
তুমি আনিলে এরফানি খবর, নূরুন আলা নূর।
দয়াল নবীর রওজা হতে আসমানী খবর
উদ্ধারিতে পাপীজনে আসিলে আজমীর।
তোমার জ্যোতির ধারার স্নাত হল, কোটি ভক্ত পার।
খোদার পিয়ারা তুমি খাজা হাবীবও আল্লার
খোদায়ী ধনেতে ধনী ইমাম চিশতীয়ার।
লাবিবেরে করো উদ্ধার, করি মিনতি অনিবার।
রচনাকাল – 15-10-2023