লাবিব মাহফুজ
আসুক যতই বাধা আর ভয়
বিপদ সংকুল পথে,
দুর্জয়ে করবো জয়।
যতই আসুক কাল বৈশাখ
যতই দেখা দিক ঝড় জলোচ্ছাস
মানবোনা কোনো পরাজয়।
উষরকে করবো আমি উর্বর
দুরন্ত প্রাণের আবেগে,
মানবোনা কখনোই হার।
বিভিষিকা যতই পথ আগলে দাড়াক
কন্টক বাধা পথে যতই বিছাক
দেখাবো একদিন মোদের বিজয় বহর।
রচনাকাল – 10/10/2012
“কাজী নজরুল ইসলামের “দুরন্ত পথিক” প্রবন্ধটি পাঠের পর প্রতিক্রিয়া”