নাসরিন সুলতানা চিশতী
আপনাতে ছিল আপনি মগন
ভরিয়া উঠেনি তখন পুস্পের কানন।
একাকি ছিল তখন মেদেনীর আকাশ
শূণ্যময় ছিল মেদেনী না ছিল প্রকাশ।
অপ্রকাশ সে মহিমার মাঝে
প্রকাশ হওয়ার বড় সাধ জাগে।
সৃজিলেন এই ভুবন আপনা রূপ দেখিবারে
প্রকাশ হলো না সে রূপ ভাবেন পরোয়ারে।
তাইতো সে নূরের জ্যোতিতে গড়লেন আদম
নিজ রূপ প্রকাশিল ছিল সে ইদম।
সৃজিলেন মানব কাঁদা মাটিতে
কাঁদিতে লাগিল তখন মানবাত্মা যে।
কেমন করিয়া থাকবে আদম মাটির খাঁচাতে
বিচলিত হইলেন আদম তখন আপন চিত্তে।
মুহাম্মদী নূরের জ্যোতি জাগিল যখন
মানবাত্মা পুলকিত হইল যে তখন।
সাতে পাঁচে রঙিন হলো বনমালী
হেরিলেন নিজেকেই নিজে হয়ে কৌশলী।
প্রভু সত্তা বসিল যখন আদমের ধড়ে
নূরের জ্যোতিতে উদ্ভসিত হলো মাটির ঘরে।
অপরূপ সাজে তিনি দেখিলেন নিজেকে
ধন্য হলো এরাদা তাঁর দেখে আপনাকে।