লাবিব মাহফুজ
অসীমও আনন্দ তোমার
প্রকাশিছ তনে তনে,
অসীমও ভূবনে প্রভু
অসীমও ভূবনে।
অসীমও তোমার করুণা বারি
বরষিছ নিত্য জগতে
অসীম আলো হেথা আধারে আধারে
বাঁধিয়াছ নিত্য আলোতে।
অসীমও অনন্ত তব অরূপ প্রভু
রূপে রূপে রূপময়, নয়নে।
অসীমও ক্ষমা প্রভু তাপিত যে জন
চরণ বিস্মরি আছে বাহিরে মগন
ক্ষমো সে দীনজনে,
অসীমও কৃপায়, প্রভু করুণায়
রেখো অভাগায়, চরণে চরণে।
রচনাকাল – 01/10/2023