লাবিব মাহফুজ চিশতী
কলেমার খবর আমায়, জানাও দয়াল চাঁন
কোনরূপে কলেমা সাবেত, জানাও তাহার ভেদ বিধান।
ওরে কয়টি একিন কলেমাতে, জানাও আমায় তরিক মতে
অরুজ নজুল নফি এসবাতে, বলো কলেমার শান –
কয়টি ভাগ রয় কলেমার ভেতর, জানাও তাহার নিগুম খবর
কোন ভাগেতে কলেমাতে, রয় কার অবস্থান।
হরণ পূরণ জানাও মোরে, পাক পাঞ্জাতন রয় কোন ঘরে
কোন মঞ্জিলে কোন প্রকারে, কোনজনা করে সাধন –
কোন রাহাতে কোন কলেমা, কোন রাহাতে আছে জমা
তাহকিক কিরূপে করে, জানাও তাহার বর্তমান।
কলেমায় সুরত শেকেল কেমনে ধরে, নূর কালি কেমন অক্ষরে
জানাও কলেমার ভেদ, জানাও জাহের আর বাতেন –
জ্ঞানশূণ্য এই লাবিবেরে, জানাও দয়াল কৃপা করে
জানলে কলেমার তত্ত্ব, ধন্য হবে এ জীবন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 26/03/2025