পত্রিকা – আয়না বিবির আয়না খেলা

বাউল উজ্জল শাহ

আয়না বিবির আয়না খেলা
খেলছে বেইয়া ঘরে, চুপিসারে রে –
খেলছে খেলা বইয়া ভাবনগরে।

ও সখিরে
জল তরঙ্গে পদ্মাবতী পদ্ম আসন লয়ে,
প্রেম তরঙ্গে ভাসাইছে নাও
রূপালী গঞ্জ হয়ে।
রূপ নগরে ভিড়াইছে নাও রে সখি
বাইন্ধা প্রেমোডোরে, চুপিসারে রে-
খেলছে খেলা বইয়া ভাবনগরে।

ও সখিরে
তোমারই ফুল তোমার মালা,
পড়ছো তোমার গলে,
ভেদ না বুঝে দিলে মালা
প্রেম যায়গো বিফলে।
বাউল উজ্জলের-ই প্রেমের মালা রে সখি
মা বাচাতনে গড়ে, চুপিসারে রে-
খেলছে খেলা বইয়া ভাবনগরে।

আপন খবর