লাবিব মাহফুজ
নয়ন জলে ভাসি বন্ধু
তোরে না দেখিয়া রে –
পরাণ আমার কেমনে রাখি ঘরে।
বন্ধুরে, কত নিশি পোহাইয়াছে আমার
ঐ রূপ পানে চেয়ে,
জাগলে স্মৃতি অশ্রু আমার
ঝড়ে নয়ন বেয়ে।
ও রূপ হীনা কেমন করে রহি বল দূরে।
বন্ধুরে, ঐ চরণের ছোঁয়ায় ছোঁয়ায়
গড়েছি যে প্রাণ,
তব স্বরণ সুধায় হৃদ আঙ্গিনায়
বেধেছি জিবন।
কাঙাল লাবিবেরে রেখ সদায় ঐ চরণের ধারে।
রচনাকাল – 29/04/2019