আপন ফাউন্ডেশন

১১ – মুশকিল কুশা মাওলা আলী

Date:

Share post:

হেলাল সরকার আল ওয়ায়েসী

মুশকিল কুশা মাওলা আলী, আল্লাহর অতি পিয়ারা
নবীজীর কলিজার টুকরা, নয়নের তারা।

এই দুনিয়া সৃষ্টির আগে, আকাশের গায় পঞ্চভাগে
পাক পাঞ্জাতন ছিল জেগে, যারা সৃষ্টির মূল গোড়া।

আমি যার মাওলা আলী তার মাওলা, বলছে আমার রাসুল আল্লাহ
আলীকে করিলে আওলা, আমাকে পাইবে তোমরা।

পুলছিরাত কঠিন নিদানে, যার মহব্বত নাই আলীর সনে
জ্বলবে দোযখের আগুনে, মলিন হবে চেহারা।

হেলাল সরকার অতি নাদান, কি বলবো পাঞ্জাতনের শান
দেয়না কিছু আল্লাহ মহান, যাদের উছিলা ছাড়া।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles