আপন ফাউন্ডেশন

সংগীত – আসিবে বলে তুমি

Date:

Share post:

লাবিব মাহফুজ

আসিবে বলে তুমি, কাননও ভরিয়া মোর
ফুটেছিল কত যে ফুল,
বসন্ত সমীরণ, তুলেছিল গুঞ্জন
সেধেছিল সুর বুলবুল।

ফাগুনও ফুল্লবায়, বিরহ যামিনী হয়
কেটেছিল আশায় আশায়,
শত জনমের আঁখি চাওয়া নিশি মোর
এসেছিল ভোর, তব প্রতীক্ষায়।
না বলা ভাষায়, গেয়ে যাওয়া গানখানি
সকল ভূলায়ে মোরে করিলো আকুল।

প্রাণের তটিনীতীরে, করুণ আঁখিনীড়ে
তব পথপানে মোর চেয়ে থাকা প্রাণ,
নিরবধী যাতনায়, আঁকি ঐ আঁখি হায়
হৃদয় বাসরে রাখি, করিয়া যতন।
আমার এ প্রাণ শত জন্মান্তরে
তোমার আসার আশায় রহিবে ব্যাকুল।

রচনাকাল – ০৬/০৩/২০২১

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles