আপন ফাউন্ডেশন

বাণী – অনন্ত জিবনের স্বাদ

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. মানুষকে ঘৃণা করা মানেই মানুষস্থিত পরমাত্মাকে ঘৃণা করা।

2. সংসারের পিছে বৃথা দৌঁড়ে কোনো লাভ নেই। মনকে ভগবৎমুখী করো। সমস্ত জগৎ তোমার পিছনে দৌঁড়াবে।

3. প্রাণের গভীর থেকে তাকে একবার ডাকো। সে সাড়া দেবেই। প্রাণের আকুতি বিনে হাজার ডেকেও তাকে পাওয়া যায় না।

4. অসীমের স্থান সংকুলান কখনো সীমাতে হয় না। নিজেকে অসীমে পরিণত করো। তবেই তোমাতে অসীম ধরা দেবে।

5. প্রবৃত্তি ও প্রবণতা সমুহকে চরম শুদ্ধতম একটা অবস্থানে দাঁড় করাতে পারলেই খুলে যায় চিরমুক্তির দ্বার।

6. আত্মপরিচয়হীন ব্যাক্তিই অজ্ঞানতার ফলে দাঁড় করে বিভেদ বৈষম্যের দেয়াল।

7. প্রাণের অনাবিল মুক্তধারা যখন প্রবাহিত হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তখনই জীবন হেসে উঠবে নব কিশলয়ের মতো অনন্ত জীবনের স্বাদ নিয়ে।

8. পাশবিক সুখ বা পৈশাচিক সুখ বলে যদি কিছু থাকেও, তা শুধু মানুষকে দগ্ধই করে।

9. প্রেমের পরশে যা জ্বলে উঠে, ফুটে ওঠে, তাই চিরকাল অম্লান থাকে।

10. তোমার হৃদয়ের গভীরে প্রচ্ছন্ন যে দূর্বার শক্তি, জাগিয়ে তোলো তাকে। দেখবে সে শক্তিই সকলের অধীশ্বর।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles