লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. পরমাত্মা থেকে বিচ্ছিন্ন মানেই তুমি খন্ডিত বা অপূর্ণ, পরমাত্মার সাথে সংযুক্ত মানেই তুমি অখন্ড বা পূর্ণ।
2. জগৎ যতক্ষন তোমার কাছে মূল্যবান ততক্ষন তুমি জগতের অধীন। জগতের প্রতিটি বস্তুই মূল্যহীন, মূল্যহীন কিছুতে আকৃষ্ট হয়ো না।
3. তোমার সত্ত্বার অনন্ত আলোয় আলোকিত করো তোমার মন কে। তবেই মন তোমাকে সহায়তা করবে সত্ত্বাস্থিত হতে।
4. তোমার ইচ্ছার কেন্দ্রবিন্দু নিয়ত অস্থির ও অশান্ত। আপনাপন ইচ্ছাকে নিয়ন্ত্রিত করা ও অটল করার মাঝেই লুকায়িত তোমার সার্বিক সফলতা।
5. মেনে নিতে শিখো। সবাই যার যার নিয়মানুযায়ী চলবে। কে কি করলো – এ অস্থিরতা তোমাকে অস্বস্তিই উপহার দেবে ও বিভ্রান্ত করে ফেলবে।
6. শান্তি তো একমাত্র পূর্ণতার মধ্যে। পূর্ন না হলে কখনোই শান্তি লাভ করতে পারবে না।
7. যতক্ষন অবশিষ্ট আছে চাহিদা ততক্ষন পূর্ণ হওয়া অসম্ভব।
8. সকল চাওয়া পাওয়ার উর্ধ্বে নিজেকে পূর্ণ করে তোলো।
9. পূর্ণ শান্তির পরশে শান্তিময় হয়ে নিত্যানন্দে অধিষ্ঠিত যিনি, তার পরশেই কেবল তুমিও হয়ে উঠতে পারো শান্তির এক অনিন্দ্য উপমা!
10. মাঝিতে ভরসা তোমার যত বেশি, নদী পার হওয়া তোমার জন্য তত সহজ।
লেখক – লাবিব মাহফুজ চিশতী