আব্দুর রাজ্জাক বিশ্বাস
আমার জিবন নৌকার মাঝি
খুঁজি আমি খুঁজি রে,
তাঁরে আমি খুঁজতে গিয়ে
পথে পথে ঘুরিরে।
আকাশ পাতাল মর্ত লই
খুঁজতে খুঁজতে পাথার পেরুই,
দমে দমে ডাকি দয়াময়
জীবন নৌকার মাঝি কোথায়?
অতল সাগওে ডুবি উঠি
ঢেউয়ের তোড়ে না পাই দিঠি,
জীবন নৌকার মাঝি কইওে
ত্বরাও আমায় অকূল সাগরে।
হৃদয় হতে যেন শুনি –
জীবন সিন্ধু তীওে বাজে ধ্বনি,
যার হাতে এ ভুবনের ভার
সেই তোওে করবে পারাপার।