বাতায়ন – পঞ্চ প্রেম

গোলাম রাশেদ

সখ্য দাস্য শান্ত মধুর
বাৎসল্য প্রেম হয়,
শাস্ত্র গ্রন্থে পঞ্চপ্রেম
নামে প্রকাশ রয়।

সখার সঙ্গে প্রেম করা কে
সখ্য প্রেম তার কয়,
মাতা পিতার ভালোবাসা
শান্ত প্রেম যারে বলে,
পিতা মাতা সন্তান কে যে
ভালোবাসে শিশুকালে
বাৎসল্য প্রেম তারে বলে।

স্বামী স্ত্রীর ভালোবাসা করে
মধুর প্রেম বলে কয়
পরস্পরের ভালোবেসে
সারাজীবন পাশে রয়।
প্রভুর প্রেমে মজে যেজন
দিয়ে সকল বিসর্জন
প্রভুকে করে সে আপন
দাস্য প্রেমে তারই বলে
ওরে আমার পাগল মন।

আপন খবর