সংগীত – আল্লাহ তে ওয়াছেল হয়ে

লাবিব মাহফুজ

আল্লাহতে ওয়াছেল হয়ে লীলা করো ত্রিভূবনে
শক্তি নাই মহিমা গাওয়ার, রাসুলাল্লাহ তোমার শানে।

তুমি আদি মধ্য অন্ত, ত্রিভূবনে তুমি সত্য
তোমার মাঝেই খোদার প্রকাশ, জাহের ও বাতুনে।
চার আকছামে নূর তোমারী, সৃষ্টি রাখে স্বর্গে ধরি
খোদারো নূরেতে নূরী, আছো চির বর্তমানে।

মিম ছাড়া আহমদ তুমি, আহাদ রূপে জগৎ স্বামী
জগৎব্যাপী আছো মিশে, রাহমাতুল্লিল আলামিনে।
তোমার মাঝে চললে প্রকাশ, তোমার তরেই হচ্ছে বিকাশ
তোমার মাঝেই পরম নিবাস, রহিম রহমানে।

রহমন বরকত কালাম, নাযিলের তুমিইতো মাধ্যম
সৃষ্টি স্থিতি প্রলয় খেলা, তোমারী গুণে।
জ্যোতির্ময় সে রূপ নূরানী, যে রূপ হলো কাদের গণী
লাবিব চায় সে রূপ বাখানী, দেখাও নয়নে।

রচনাকাল – 20/10/2015

আপন খবর