লাবিব মাহফুজ
সুদূরিকা, আর বাজাইও না
বাঁশেরও বাঁশরী বনে,
আমি অভাগিনী! কেঁদে কেঁদে উঠি
নিঝুমও নিশিথও শয়নে।
সদ্য পূত্রহীনা, চির দুঃখী মা’র
আর্তি বিলাপ ধ্বনি সম,
মাঝ রাতে কার বাঁশরী, দূর হতে
বিঁধে এসে বুকে মম!
আজ রূপাই সাজুর প্রণয় পরিণাম
কেনো পরে শুধু মনে,
আমি ডাক শুনি তার নিশিথ জাগিয়া
আমারও হৃদয় কাননে!
এ যেনো জীবন-মৃত্যুর এপার ওপারে
তব বাঁশরী সুরের মায়া,
চির বিরহ-মিলনে বাঁধিছে মোদেরে
দূর-বনে সুরপ্রিয়া!
রচনাকাল – 12/01/2020