কবিতা – বিষের পেয়ালা

লাবিব মাহফুজ

বন্ধনে তোর অনন্ত বেদন
দর্শনে তোর বিষবারি জ্বালাতন
ঐ চাহনী তোর অনল কৃপাণ
সর্বময় ঐ অশনী জ্বালা –
রূপ সংকটে আজ অরূপ খুঁজিতেই
উছলি উঠিল তোর গরল পিয়ালা!

তোর বক্ষে লয়ে অযুত সন্তান
হিংসানলে গড়িছ শশ্মাণ
শিরে ধরি শাপ তাপ প্রলয় নিশান
মায়ার বিহার প্রাণে ভরিছ ডালা –
না চাহিতেই তোমার দান অবিরাম
তৃষার অনিন্দ্য দুয়ার করিল উজালা।

রচনাকাল – 20/05/2018

আপন খবর