সংগীত – চাও যদি মন চিনতে তারে

লাবিব মাহফুজ

চাও যদি মন চিনতে তারে
আগে চিন নিজেরে
তোমার আপনাতে সেজন নিত্য
বিরাজও করে।

অআদি অনন্ত নিরাকার সাঁই
বেমেছাল যার তুলনা নাই গো
সে মেছাল নিয়ে স্বাকার হলো
এই মানবের রূপ মাঝারে –
তাই মানুষ যদি চিনরে মন
হবে তাহার রূপ দরশন
এই মানুষের সুরত মাঝে
সদায় তাহার জ্যোতিধরে।

রূপ তাহার এই মানব সুরতে
প্রকাশ হলো জাত সিফাতে গো
সে এই মানবের হৃদয় পদ্মে
বসে নিত্য খেলা করে –
অধম লাবিব বলে মুর্শিদ ভজন
করে দেখগা রূপ নিরূপণ
গুরু কৃপা হলে পাবি
আপনাতেই তাহারে।

রচনাকাল – 15/08/2018

আপন খবর