লেখক – লাবিব মাহফুজ চিশতী
পঞ্চ রংয়ের পাপড়ী মেলে, ফুল ফুটিল মদীনায়
তোরা দেখবি যদি আয়।
প্রেম রত্নধন দয়াল নবী, দেখে তাহার নূরের ছবি
আকুল হইয়া জগতবাসী, নবীর শানে গুণ গায়।
আরশ কুরসী লওহ কলম, জ্বীন ইনছান ফেরেশতা তামাম
পাক নূরেতে হইয়া আশেক, ডুবিলো প্রেম পিয়ালায়।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কুল মাখলুকাত আত্মহারা
আসমান জমীন গাইছে দেখো, নবীজীর শান সর্বদায়।
পাইতে দয়াল নবীর দীদার, লাবিবের প্রার্থনা এবার
আখেরে করিও উদ্ধার, তরী লয়ে দরিয়ায়।
রচনাকাল – 01/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী