কবিতা – শানে দয়াল মুর্শিদ

লাবিব মাহফুজ

নিকুঞ্জ কাননে আজি হেরিলাম প্রিয়ারে
জামালিয়াতে দারাইন, রওশন জামিরে।
মাদারেজ তার, খোদায়ী আসরার
হেরী সে অপরূপ, এ দীল মাশকুর
রমুজে এশকধারী, শাফিয়ে রোজে মাহশারে
দীল শাদাব মোর হেরিয়া তারে।

কোরবে এলাহী আশেক করিয়া হাছেল
তালেবে মুর্শিদ হয়ে হও আরজুমান্দে দাখেল।
আজিজি নেয়াজী দ্বারা
গুরুধ্যানে রও নেহারা
শ্রী রূপ ইয়াজদানী মুর্শিদ, মশগুল রও রূপ সাগরে
সে মাহবুবে দারাইন আমার, রেখ মুর্শিদ পদে হুজুরে।

দীলের খাহেশ চরণ কোশেশ, মুর্শিদ আমার দয়াময়
দীল জহমত দূর করিয়া, সিহাত আনো দীল দরিয়ায়।
মোর অনুরাগ পারিজাত কানন
কামাল আনোয়ারে করো রওশন
হৃদ মুসাল্লায় তোমার চরণ, রাখো শওক জওক ভরে
মাওলা তুমি, রাসুল তুমি, খোদা তুমি মোর অন্তরে।

মুর্শিদ তব তাবেদারে হাজির লাবিব হরদমে
মাহের তুমি মোরাদ আমার, আর্জি আমার লও মরমে।
দয়াল হিমেল শাহ নাম করে ধারণ
উজল করো মোর বাইতুর রহমান
এশকের জালোয়া বিছাও বুতপরস্তীর এ দীল পরে
বরগুজিদায়ে ওয়াসেলিন তুমি, রেখো মোরে তাবেদারে।

রচনাকাল – 08/02/2018

আপন খবর