লাবিব মাহফুজ
আমি শুনি তার চরণের ধ্বনি, আমার মনের বৃন্দাবনে
সে যে ডাকে আমায় দিবানিশি, সজলও নয়নে।
সে যে করুণ অতি, মায়াবতী, প্রেমের মধূমিতা
আমার হৃদ বাসরের বান্ধব সে যে, চির পরিচিতা।
সে যে ভাবের ঘরে বসে আমায়, ডাকে অতি সংগোপনে।
ঐ ডাক শুনিয়া আকুলিয়া আমি হইয়া রাধা রাই
ঘুরি পথে পথে উন্মাদিনী, খুঁজি শ্যাম কানাই।
বুঝিনা তার লীলার বালাই, আবার লুকায় কোনখানে।
শ্যাম চরণে ভক্তিহীনা লাবিবের এই মন
পাবে কি আর এ জীবনে, শ্যামের দরশন।
দয়াল আমার শান্ত করো তাপিত প্রাণ, রেখে শ্রীচরণে।
রচনাকাল – 22/09/2020