লেখক – লাবিব মাহফুজ চিশতী
জন্মিলে বাবাহীন
ছ’বছরে মাতৃহীন
পালিলো দাদা মুত্তালিব,
আট বছরে দাদাহীন
দুঃখ সঙ্গী সারাদিন
ঠাঁই দিলো চাচা আবু তালিব।
এমনি করে হায়
অনেক বছর কেটে যায়
চল্লিশ বছর বয়সে,
নবুয়ত পাইয়া
মহাদায়িত্ব ভাবিয়া
লাগিলেন ইসলাম প্রচারিতে।
কাফেরেরা মানিলোনা
মুহাম্মাদ নবী জানিলোনা
লাগিলো শত্রুতা করিতে,
অনেক যাতনা দিলো
দেশ থেকে তাড়াইলো
তবু তুমি অটল ছিল সত্যপথে।
রচনাকাল – 08/09/2010
লেখক – লাবিব মাহফুজ চিশতী