লাবিব মাহফুজ
কিসের ওপর আছে বসে আমার এ ঘরখানা
ভাঙা পঁচা নরম খুঁটি, ঘরকি থাকবে না মনরে
ঘরকি থাকবে না?
মাওলায় যতন করে বানাইলো তার আবাসের ঘর
তারে সেই ঘরে না দিয়া জায়গা হইলি মন তুই পর।
পবিত্র ঘর করলি নোংরা, ফেললি আবর্জনা।
মাওলায় বানাইলো মানবদেহ কাদামাটি দিয়া
ইবলিশ ঘুরে সারাদেহ, হিংসার অনল নিয়া।
সে দেহে এমন একটি জায়গা ছিল,
ইবলিশ ঢুকতে না পারিল
দূর্ভেদ্য তার প্রাচীর ছিল, দেখ গো বিচরিয়া
লাবিব বলে ঈশ্বর মিলে, সে জায়গার যতন করোনা।
রচনাকাল – 15/11/2012