সংগীত – মায়া নদী বাইতে এতো সাধ কেনো মন তোর

লাবিব মাহফুজ

মায়া নদী বাইতে এতো সাধ কেনো মন তোর
কেনো মায়া ঘোরে থাকবি পড়ে সারা জীবন ভর।

ধরণী নিপুনা অতি তোমার করিতে ক্ষতি
বন্দী করিয়া তোরে দিতে কারাগার
তুমি না বুঝে অন্ধ মোহে
নিচ্ছো মায়ার শিকল দেহে
মায়া ত্যাজি করগে আজি নিজেরে উদ্ধার।

জগত যে তোর পিছে পিছে নিত্য লাগিয়া আছে
মায়া রশি দিয়ে তারে বাধিও এবার
সেই রশিতে পরান যাবে
পরম স্বভাব না হইবে
লাবিব বলে মায়া রইলে দয়াল রবে বহুদূর।

রচনাকাল – 09/09/208

আপন খবর