লাবিব মাহফুজ
এমন করে প্রতিরাত জেগে থাকা
এমন করে কার যেনো প্রতিক্ষা করা
কোন দুরাগত প্রাণ কেঁদে যাবে আমার স্বপনে!
শেষ রাতের অস্তপ্রায় তারার মতো
আমিও জ্বেলে রাখি আমার নয়ন প্রদীপ!
আমিও চেয়ে থাকি পূবাকাশের পানে!
রাত জেগে জেগে লিখি গান
তাহার চরণও বন্দনা! আশা দূরাশায়
ধরি সে অধরারে, রাতের চাদরে ঢেকে আপনা!
সে আসে যেনো গো
মন মাঝে মোর, হৃদয়ও মন্দিরে সখা
নয়ন জলে, আঁকা হয় যেনো, তাহার শ্রীরূপ খানা!
রচনাকাল – 19/08/2016