বাণী – পরমসত্ত্বার আশ্রয়

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. অন্তরকে সিক্ত করো প্রভুর প্রেমে। জীবনকে মুখরিত করো প্রভুর নাম কীর্ত্তনে।

2. উৎস ও পরিণতি দুটোই যখন এক, তবে কেনো এ বিভেদ-বৈষম্য?

3. সকল ধর্মগ্রন্থ-ই তো মানুষ গুরুর বর্ণনা।

4. আমার এ প্রাণ চির প্রবাহমান। বয়ে চলেছে সেই আদী হতে নিরন্তর। অসীমের পানে তার এই নিরন্তর যাত্রাপথে এ জীবন তো সামান্য এক -“আঁখি মেলে চাওয়া”

5. চিরসত্য দর্শন করতে চাও? আপনার পানে ফিরে তাকাও! তুমিই সেই সত্যের জলন্ত শিখা।

6. হয় এক পরমসত্ত্বার কোলে আশ্রয় নাও, নয়তো দেশ হতে দেশ, মন্দির হতে মসজিদ, তীর্থে তীর্থে কেঁদে বেড়াও।

7. পূর্ণতা তো বিরাজ করে সেখানে, যেখানে একত্ব প্রতিষ্ঠিত হয়।

8. পঙ্ক কখনোই পদ্মের রূপের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না।

9. মানব হৃদয়ইতো সেই শাশ্বত লীলাভূমি! যা পূর্বের ও নয়, পশ্চিমেরও নয়। এ তো মানুষের। মানবাত্মার।

10. মানুষ অজ্ঞতার ফলে তার স্রষ্টাকে অন্ধ, বধির, মূক করে ছেড়েছে! হৃদয়ে জাগ্রত প্রভু তো প্রভুত্বময়।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর