লাবিব মাহফুজ
প্রেম সাগরে ডুবে যেজন এস্কেতে হয়ে ফানা
সেইতো ভবে মহাপ্রেমিক, আশেকে রাব্বানা।
সে থাকে সদা গুরুধ্যানে, রূপ বেঁধে তার দুই নয়নে
না তাকাইয়া অন্য পানে, থাকে ধরে রূপ নিশানা।
সেইতো পায় সে অমূল্যধন, নিগুঢ় ভেদ তার হইছে জানা।
মহা প্রেমও ভাবে মত্ত সেজন, রূপ নিহারে আছে মগন
এশকেতে তার কলব নূরীতন, ডাকলে সে আর ডাক শুনেনা
অধম লাবিব বলে সেইতো সাধক, দিব্যজ্ঞানে নিত্যজনা।
রচনাকাল ২২|০৫|২০২১